Logo

রাজনীতি    >>   ব্যবসায়ী সিন্ডিকেট ছাড়াই দায়িত্বে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফাওজুল কবির

ব্যবসায়ী সিন্ডিকেট ছাড়াই দায়িত্বে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফাওজুল কবির

ব্যবসায়ী সিন্ডিকেট ছাড়াই দায়িত্বে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধনী সেমিনারে বলেন, "কোনো পেশিশক্তি বা ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি। সরকার ক্ষমতা চর্চার জন্য নয়, জনগণের জন্যই দায়িত্ব পালন করছে।"

ফাওজুল কবির খান বলেন, "বর্তমান সরকার ছাত্রদের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দায়িত্ব। দেশের প্রকৃত ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা কাজ করছি।" তিনি আরও বলেন, "আমলাতন্ত্র এবং বিভিন্ন সিন্ডিকেট তখন দেশের মানুষকে হাতের পুতুলে পরিণত করেছিল। তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান।"

এদিকে, সেমিনারে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, "বাংলাদেশ ও চীন ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে আগ্রহী এবং এই সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করবে।" বৈঠকের পরপরই সংবাদমাধ্যমের সামনে তিনি এই কথা জানান।

ফাওজুল কবির খান চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আবারও পুনর্ব্যক্ত করে বলেন, "অন্তর্বর্তী সরকার কোনো বাহিনীর বা ব্যবসায়ী গোষ্ঠীর প্রতি নির্ভরশীল নয়, বরং জনগণের দাবিকে সামনে রেখে কাজ করছে।" দেশ পরিচালনায় বিশেষজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, "প্রকৃত ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য।"

চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গীকারের উল্লেখ করেছেন। দুই দেশই চায় উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert